সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

২০০ মিলিয়নের বেশি  ক্ষতিপূরণ পাচ্ছে ক্লাবগুলো

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২ ১০ ১০ ০২  

২০০-মিলিয়নের-বেশি- ক্ষতিপূরণ-পাচ্ছে-ক্লাবগুলো

২০০-মিলিয়নের-বেশি- ক্ষতিপূরণ-পাচ্ছে-ক্লাবগুলো

আসন্ন কাতার বিশ্বকাপে বিশ্বের প্রায় সব শীর্ষ ক্লাব তাদের নিজ নিজ খেলোয়াড়দের ছেড়ে দিচ্ছে। আর সে কারণে ফিফা ক্ষতিপূরণ হিসেবে ক্লাবগুলোকে ২০৯ মিলিয় ডলার দেবে বলে ঘোষণা দিয়েছে। চার বছর আগে রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে ক্লাবগুলোকে সম পরিমান ক্ষতিপূরণ দিয়েছিল ফিফা।

 এক বিবৃবিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা আজ এই তথ্য নিশ্চিত করেছে।

টুর্নামেন্ট চলাকালীন জাতীয় দলে খেলা ক্লাবগুলোর প্রতিটি খেলোয়াড়দের জন্য প্রতিদিন প্রায় ১০ হাজার ডলার করে দেয়া হবে। এর মধ্যে প্রস্তুতির সময়ও অন্তর্ভূক্ত করা হয়েছে।

এই ক্ষতিপূরণ ঐ সমস্ত ক্লাবগুলোই পাবে যাদের খেলোয়াড়রা বিশ্বকাপের অন্তত দুই বছর আগে থেকে জাতীয় দলে খেলছে।

শক্তিশালী ইউরোপীয়ান ক্লাব এসোসিয়েশনের সাথে চুক্তির অংশ হিসেবে ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ থেকে ফিফা খেলোয়াড় প্রতি ক্লাবগুলোকে এই ক্ষতিপূরণ দিয়ে আসছে।

২০১৮ রাশিয়া বিশ্বকাপে ৬৩টি জাতীয় ফেডারেশনের ৪১৬টি ক্লাব ফিফার দেয়া ক্ষতিপূরন পেয়েছিল।

Provaati
    দৈনিক প্রভাতী